Sentence এর Basic আলোচনা




কোনো শব্দ বা শব্দসমষ্টি কোন একটি প্রসঙ্গে পরিপূর্ণ এবং পরিস্কার অর্থ প্রকাশ করলে তাকে Sentence বা বাক্য বলে।


বাক্য হতে হলে যেসব বৈশিষ্ট্য থাকতে হবে :

  1. শব্দ বা শব্দসমষ্টি সুবিন্যস্ত হতে হবে।

  2. পরিপূর্ণ এবং পরিস্কার অর্থ প্রকাশ করবে।


যেমন:

The caw is grazing in the field.

(গরুটি মাঠে চড়ে বেড়াচ্ছে) 



Subject & Predicate:


বেশির ভাগ Sentence যা আমরা বলি বা লিখি, তার দু'টি অংশ থাকে :


  1. Subject : যে ব্যাক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় &

  2. Predicate : ঐ ব্যাক্তি বা বস্তু সম্পর্কে যা বলা হয়।


যেমন :

Mr. Rahman is a famous writer. 



এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, Sentence এ Subject আগে বসবে না Predicate আগে বসবে? 


Answer

Sentence এ Subject ও আগে বসতে পারে আবার Predicate ও আগে বসতে পারে।


যেমন:

  1. Long Live Bangladesh. (Predicate আগে ; Subject পরে) 

  2. Down went the Titanic. (Predicate আগে ; Subject পরে) 

  3. Everyone should love their Motherland. ( Subject আগে ; Predicate পরে) 

   

Note : অনেক সময় Sentence এ কর্তা/Subject উহ্য থাকে।


যেমন:

    1. Keep quiet. 

    2. Thank you. 



General Sentence এর প্যাটার্ন


Sub +     Verb + Obj/Compliment

কর্তা + ক্রিয়া/কাজ + কর্ম/পরিপূরক


Ex.

    Sarah writes a latter.

    He is Honest. (compliment)



অর্থ অনুসারে Sentence পাঁচ প্রকার


 1. Assertive Sentence       : বর্ননা/বিবৃতি (.) 

 2. Interrogative Sentence : প্রশ্নবোধক (?) 

 3. Imperative Sentence     : আদেশ/অনুরোধ (.) 

 4. Optative Sentence      : ইচ্ছা/প্রার্থনা (.) 

 5. Exclamatory Sentence  : আবেগসূচক (!)



Assertive Sentence

কোনো বাক্যে কোনো কিছুর বর্ননা বা বিবৃতি প্রদান করা হলে তাকে Assertive Sentence বলে।


Ex.

My aim is to be an Engineer.


Assertive Sentence দুই প্রকার


1. Affirmative : হ্যাঁ বোধক

2. Negative     : না বোধক


যেমন:

  • Affirmative : Ahmad is a Good boy.

  • Negative : Ahmad is not a bad boy.



Interrogative Sentence

কোনো বাক্যে যখন প্রশ্ন করা হলে তাকে Interrogative Sentence বলে।


Ex.

Do you miss your Daddy?


Interrogative Sentence দুই প্রকার


 1. Yes/No Type 

 2. WH Type 


Yes/No Type

যে সকল প্রশ্নের উত্তর Yes অথবা No এর মাধ্যমে দেওয়া যায় তাদের Yes/No টাইপ Interrogative Sentence বলে।

                    Ex.

                            Que: May i come in?

                            Ans: Yes/No


Note: এই প্রকার বাক্য সাধারণত am, is, are, was, were, do, does, did, have, has, had এবং Modal Auxiliary verbs দ্বারা শুরু হয়।


WH type

যে সকল প্রশ্নের উত্তর সাধারণত Yes অথবা No এর মাধ্যমে দেওয়া যায় না তাদের WH টাইপ Interrogative Sentence বলে।


Ex.

                        Question: Who are you?

                        Ans: I'm someone. ( এখানে Yes/No দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয় )


Note : এই প্রকার বাক্য সাধারণত WH questions অর্থাৎ Who, What, When, Where, Which, Whom, Whose, Why এবং How দ্বারা শুরু হয়।


Imperative Sentence : 


কোনো বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ বুঝালে সেটা Imperative Sentence. 


Ex.

    1. Shut the door. ( আদেশ ) 

         2. Don't go outside. ( নিষেধ ) 

         3. Please, Give me a ticket. ( অনুরোধ )

         4. Drinking Alcohol is injurious to Health. ( উপদেশ )


Note : অনুরোধ বা request বুঝালে verb এর আগে Please বা kindly বসে ।



Optative Sentence

কোনো বাক্যে ইচ্ছা বা প্রার্থনা বুঝালে সেটা Optative Sentence।


Ex. 

Had I the wings of a Bird. 

May Allah bless you. 

May you live long. 


Note: যে কোনো Assertive sentence এর পূর্বে may যুক্ত করলে সেটা Optative Sentence.



Exclamatory Sentence

কোনো বাক্যে দুঃখ, আনন্দ, বিস্ময় প্রভৃতি আবেগ বুঝালে সেটা Exclamatory Sentence.


Ex.

    1. Alas! The man is Died!

    2. Fie! You are a Lier!

    3. How beautiful the girl is! 

    4. What a big Six!



🔹Simple-Complex-Compound🔹



গঠন অনুসারে Sentence তিন প্রকার :

🔹Simple মানে সহজ

🔹Complex মানে কঠিন

🔹Compound মানে জটিল


Simple Sentence

যে Sentence এ একটি Subject থাকবে এবং একটি Finite verb যুক্ত থাকবে সেটা Simple Sentence.


Ex.

     I wish° him to be an Engineer. 


Note: Finite verb হলো সেই verb যা সাবজেক্ট এর কাছে থাকে এবং যে verb tense অনুযায়ী পরিবর্তন হয় অর্থাৎ যার present form রয়েছে , past form রয়েছে এবং past participle form রয়েছে।



Complex Sentence

যে Sentence এ WH questions, that, in order that, if, as, since, though, although প্রভৃতি শব্দগুলো থাকবে এবং Sentence e clause থাকবে দু'টি, একটি হলো Principle clause এবং আরেকটি sub ordinate clause.


Ex..

      If you try a lot you will be the best one. 


Note: Clause মানে হচ্ছে কয়েকটি পরষ্পর সম্পর্কযুক্ত word.


◾Sub-Ordinate Clause

WH questions, that, in order that, if, as, since, though, although প্রভৃতি শব্দগুলো দিয়ে যে Sentence থাকবে সেটা Sub-Ordinate Clause এবং


◾Principle Clause

উপরোক্ত শব্দগুলো ব্যতীত যে Sentence টি থাকবে সেটা Principle Clause.



Compound Sentence

Compound Sentence এ দু'টি Sentence Co-Ordinate Conjuction ( and, but, or, yet, therefore) প্রভৃতি word দ্বারা যুক্ত থাকবে।


Ex..

      I looked at you and became Surprised. 


Popular posts from this blog

Suffix - Prefix এর Rules & Shortcut বাংলায়

Sentence Connector Rules for SSC & HSC

Sentence Narration এবং Passage Narration এর Rules বাংলায়