Word & Vocabulary এর Basic আলোচনা



Word কি? 


একাধিক Letter একত্রে সংযুক্ত হয়ে যদি সুন্দর অর্থ প্রকাশ করে তবে তাকে Word বা শব্দ বলে। 

যেমন:

D, R, E, A, M - এখানে ৫ টি Letter আছে। 

কিন্তু এই ৫ টি Letter একত্রে মিলে একটি সুন্দর অর্থপূর্ন word “Dream” গঠন করে যার অর্থ “স্বপ্ন”। 


Note : একাধিক Letter একত্রে যুক্ত হলেই কিন্তু word হবে না, তা অর্থপূর্ন হতে হবে। 

যেমন : Usu, Kjc এগুলোর কোনো meaning (অর্থ) নেই, তাই একাধিক Letter একত্রে যুক্ত হওয়া শর্তেও এরা word নয়। 


Word & Vocabulary কি একই জিনিস? 


Word মানে হলো শব্দ আর Vocabulary মানে হলো শব্দতালিকা বা শব্দকোষ। শব্দের যে ভান্ডার, যে তালিকা - সেটাই হলো Vocabulary। 



Derivatives কি? 

ডেরিভেটিভস


Derivates মানে হলো শব্দ উৎসের পরিবর্তন। কেমন পরিবর্তন? একটু লক্ষ্য করি, 


Word কে যদি আমরা বিভিন্ন Format (বিন্যাস) এ ভাগ করি তবে একই Word কখনো Noun, কখনো Verb, কখনো Adjective এবং কখনো Adverb হিসাবে ব্যবহৃত হয়। একই Word এর এই বিভিন্ন Format (বিন্যাস) কে বলা হয় Derivatives. 


ব্যপারটা ক্লিয়ার হওয়ার জন্য নিচের উদাহরণ লক্ষ্য করি, 

Noun-Verb-Adjective-Adverb

Beauty-Beautify-Beautiful- Beautifully


এখনে মূল word “Beauty” ৪ টি ফরম্যাটে ব্যবহৃত হয়েছে। আর শব্দ উৎসের এই পরিবর্তনকেই Derivatives বলা হয়। 


Phonetics/Phonology কি? 


Phonetics বা Phonology অর্থ হল শব্দতত্ব। 

English Grammar এর যে শাখায় Word নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় Phonology বা শব্দতত্ব বা শব্দবিদ্যা। 




শব্দের শ্রেনীবিন্যাসের যে আলোচনা তাকে বলা হয় “English Classes” বা “Parts of Speech”. যেটা নিয়ে আমরা পরবর্তী Lecture এ আলোচনা করবো। 



Popular posts from this blog

Suffix - Prefix এর Rules & Shortcut বাংলায়

Sentence Connector Rules for SSC & HSC

Sentence Narration এবং Passage Narration এর Rules বাংলায়