11 best rules of Punctuation and Capitalization



Punctuation & Capitalization



Punctuation 

যতি চিহ্ন বা বিরাম চিহ্ন


▪ English এ মূলত ১১ টি Punctuation Marks ব্যবহৃত হয়। যথা :

  1. Full Stop বা Period ( .

  2. Comma ( ,

  3. Semi - Colon ( ;

  4. Colon ( :

  5. Question Mark ( ?

  6. Exclamation Mark ( !

  7. Inverted Comma ( “  ”

  8. Apostrophe ( ʼ

  9. Hyphen ( -

  10.  Dash ( __

  11.  Brackets বা Parentheses - ( ) { } [ ] 




Use of Full Stop [ . ] 

Full Stop এর ব্যবহার



R1

Assertive, Imperative এবং Optative Sentence এর সম্পূর্ণ বিরতি প্রকাশ করতে Full Stop ব্যবহার করা হয়। যেমন :

  1. Sabah goes to school everyday. (Assertive

  2. Open the Window. (Imperative

  3. May Allah bless you. (Optative


 Funny Technique

Assertive, Imperative & Optative

এরা সবাই কপালে পরে টিপ



R2

Abbreviation অর্থাৎ কোনো Word এর সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে Full Stop ব্যবহৃত হয়। যেমন :

  1. M. A. 

  2. B. Sc. 

  3. Do you want to visit Washington D.C.?



R3

In. (ইঞ্চি) ব্যতীত অন্য কোন পরিমাণ/পরিমাপ বাচক Abbreviation এর পর Full Stop ব্যবহৃত হয় না। যেমন :

  1. The bamboo is 10 ft long. 

  2. The log is 10 cm long. 

  3. The bamboo is 10 In. long. 



R4

Abbreviation যদি Acronym/Ellipsis হিসাবে ব্যবহৃত হয় তবে তার পরেও Full Stop বসবে না। যেমন :

  1. NASA is situated in the USA. 

  2. The SAARC summit held in Bangladesh. 


Acronym/Ellipsis :  

Abbreviation কে যদি সুন্দর একটি উচ্চারণ দেওয়া যায়, তবে তার নাম Acronym বা EllipsisAcronym/Ellipsis এ কোনো Full Stop থাকবে না। 







R5

প্রচলিত নিয়মে আমরা MrMrs এর পর Full Stop ব্যবহার করি, তবে Modern English এ এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যেমন :

  1. Mr. Rahman is a Politician. 

ME = Mr Rahman is a Politician. 

  1. Mrs. Rehana is a teacher. 

ME = Mrs Rehana is a teacher. 


Note : কিন্তু যদি পরীক্ষায় আসে তবে আমরা Full Stop ব্যবহার করবো। 




Use of Comma [ , ] 

Comma এর ব্যবহার



R1

দুইʼয়ের অধিক একই রকম শব্দ একত্রে বসলে, শেষের দুইটি And দ্বারা যুক্ত করা হয় এবং তার পূর্বে যতগুলো Word থাকবে, প্রত্যেকটি Comma দ্বারা পৃথক করা হয়। যেমন :

  1. Safwan is expart in swimming, running and painting. 

  2. Nora bought apple, banana, grapes and orange. 

  3. Rehnuma is intelligent, beautiful, smart and clever. 



R2

Case in Apposition এর আগেপরে Comma ব্যবহার করতে হবে। যেমন :

  1. Shakespeare, a famous writer, was born in England. 

  2. Bil Gates, the founder of Microsoft, will visit Bangladesh next year. 

  3. Sakib Al Hasan, a cricketer, ranked the first position in ODI. 


Case in Apposition : যখন কোনো ব্যাক্তি বা বস্তুর নাম উল্লেখ করে এর পরেই তার পরিচয় দেওয়া হয়, তখন ঐ পরিচয় সূচক অংশটাকেই Case in Apposition বলে।




R3

Vocative Case ( সন্মোধনসূচক কারক ) যদি - 

  • Sentence এর শুরুতে বসলে তার পরে Comma বসে। 

  • Sentence এর শেষে বসলে তার আগে Comma বসে।

  • Sentence এর মাঝে বসলে তার দু পাশেই অর্থাৎ আগেপরে Comma বসে।

যেমন :

  1. Faiza, listen to me. 

  2. Good night, my dear. 

  3. Can you please tell me, Farhan, how can I communicate with Hafsa. 


Note : এখানে অনেকেই Exclamation Mark ( ) বসাতে পারে। কিন্তু Exclamation Mark বসালে এটা ভুল হবে কারণ এখানে সন্মোধন করা হয়েছে, আবেগ প্রকাশ করা হয়নি। 




R4

Absolute Construction এর ক্ষেত্রেও Vocative Case এর নিয়ম প্রযোজ্য। 

যেমন :

  1. Tamim Iqbal, I think, the best player in the team. 

  2. The man will come in time, people say



Absolute Construction :

কোনো বড় Sentence এর মাঝে যদি কোনো ছোট Sentence থাকে, তবে ঐ ছোট Sentence টি কে Absolute Construction বলে । Morden English এ এই term গুলো সচরাচর ব্যবহার ব্যবহার হতে দেখা যায়। 






R5

And” দ্বারা যুক্ত Phrase এর পর অবশ্যই Comma হবে। যেমন :

  1. High and low, rich and poor, wise and fool, all will die. 

  2. Black and white, rich and poor, all are equal in the eye of Law. 



R6

Direct Speech এ Reporting Verb এর পর সর্বদাই Comma বসে। এছাড়া যে কোন Sentence এর মধ্যে যদি কোনো Quotation থাকে তবে তা পৃথক করার জন্যেও Comma বসে। যেমন :

  1. Flora said to me, “I'll give you a chocolate.” 

  2. While we are talking, “Great Idea”, said Nova. 



R7

Though, Till, Until, Before, When, As, Since, If, Unless ইত্যাদি conjunction দ্বারা যদি কোনো Complex Sentence শুরু হয়, তবে প্রথম Clause এর পরে Comma বসে। যেমন :

  1. Though he is poor, he is honest. 

  2. If you call, i will inform you. 

  3. Unless you study attentively, you will fail in the exam. 



R8

তারিখ লেখার ক্ষেত্রেও Comma ব্যবহার করা হয় যদি প্রথমে মাসের নাম, তারপর তারিখ এবং তারপর সাল আসে। যেমন :

  1. We achieved victory on December 16, 1971.


R9

ঠিকানা লেখার ক্ষেত্রেও Comma ব্যবহার করা হয়। যেমন :

  • DUET, Joydebpur, Gazipur, 1700.








R10

একটি Sentence এর মধ্যে সবচেয়ে কম বিরতির জন্যেও Comma ব্যবহার করা হয়। যেমন :

  1. Having a bath, i feel fresh. 

  2. Going to the club, he found nobody. 




Use of Semi-Colon [ ; ]

 Semi-Colon এর ব্যবহার



R1

Compound Sentence এ দুইটি Clause যদি যদি কোনো Conjunction দ্বারা যুক্ত হয়, তবে প্রথম Clause এ কোনো Comma ব্যবহার করলে, Conjunction এর আগে Semi-Colon ব্যবহার করতে হবে। যেমন :

  1. He was a brave, large-Hearted man; and we all honoured him. 

  2. Tanha was an attentive, studious and punctual girl; so she secured A+. 


Conjunction

FAN BOYS = for, and, nor, but, or, yet, so etc. 




R2

Compound এবং Complex Sentence এ Conjunction এর স্থলে Semi-Colon ব্যবহার করা যায়। যেমন :

  1. Farabee was inattentive; his result was poor. 

  2. God gave us country; we made town. 







R3

Therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত Clause দুটি যদি একটি অপরটির বিপরীতার্থক অর্থ প্রদান করে তবে উল্লেখিত Conjunction গুলোর পূর্বে Semi-Colon ব্যবহৃত হয়। যেমন :

  1. He had all the opportunities; yet he couldn't earn a good result. 

  2. I wanted to help him; however he hurt me. 




Use of Colon [ : ]

 Colon এর ব্যবহার


R1

কোনো উদ্ধৃতি বা উদাহরণ লেখার ক্ষেত্রে কিংবা কোনো কিছু ব্যাখ্যা করে বিশদভাবে লেখার ক্ষেত্রে Colon ব্যবহার করা হয়। যেমন :

  1. Johnson says : “Practice makes a man perfect.” 

  2. We have three kinds of paper :

    They are : 

        i) White Paper 

        ii) Newsprint 

        iii) Art Paper 



R2

Dialogue, Drama বা Play তে বক্তার বক্তব্য লেখার ক্ষেত্রে সেই বক্তার নামের পর Colon বসে। যেমন :

Jim : I had sold my watch belt. 

Della : I also sold my heir. 



R3

সময় প্রকাশের ক্ষেত্রে Colon ব্যবহার করা হয়। যেমন :

        4:30 PM. 

        7:15 AM. 




Use of Question Mark [ ? ]

 Question Mark এর ব্যবহার



R1

Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্যের শেষে Question Mark ব্যবহৃত হয়। যেমন :

  1. Have you taken your meal? 

  2. How are you? 




R2

Tag Question এ Statement এর পরের অংশে Question Mark ব্যবহৃত হয়। যেমন :

  1. He is a actor, isn't he?

  2. Jim will marry Della, won't he? 



R3

আমরা জানি, প্রশ্ন করা হলে Question Mark ব্যবহৃত হয়। তবে মাঝে মাঝে দেখা যায় যে, প্রশ্নের সাথে ছোট ছোট কিছু Word বা Phrase ও প্রশ্ন আকারে ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রতিটি Word বা Phrase এর পর একটি করে Question Mark ব্যবহার করতে হবে। যেমন :

  1. Who is responsible for losing the game? the coach? the manager? the players? 

  2. What do you want? Book? Pen? Pencil? 



R4

কখনো কখনো বক্তা বিস্মিত বা বিরক্ত হয়ে Assertive Sentence কেই Interrogative Sentence হিসাবে ব্যবহার করে। তবে উল্লেখ্য, Assertive Sentence টি Interrogative Sentence হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা নির্ভর করে Situation এর উপর। যেমন :

  1. He hasn't gone yet? 

  2. You can eat 30 banana (🍌) at a time? 



R5

Complex Sentence এর যে কোন একটি Clause Interrogative হলে সেই Complex Sentence এর শেষে Question Mark বসে। যেমন :

  1. Can you tell me how can i help you? 

  2. Do you know where he is? 

  3. Isn't it known to you that he is my brother? 




R6

Direct Speech কে Indirect করার পর তা দেখতে বা শুনতে প্রশ্ন মনে হলেও তার পর Question Mark ব্যবহৃত হয় না। যেমন :

  1. He asked me if i was busy. 

  2. I asked him how he was. 






Use of Exclamation Mark [ ! ]

 Exclamation Mark এর ব্যবহার



R1

Exclamatory Sentence এর শেষে Exclamation Mark ব্যবহৃত হয়। যেমন :

  1. What a beautiful bird it is! 

  2. How cute the cat is! 

  3. How fast he runs! 



R2

Sentence এ Interjection এর পরে Exclamation Mark বসে। যেমন :

  1. Hurrah! we are ready for the trip. 

  2. Alas! he is no more. 

  3. Wow! the food is so delicious. 

  4. O mom! i broke the glass. 





Use of Inverted Comma [ “ ” ]

 Inverted Comma এর ব্যবহার


Note

Inverted Comma কখনো Double ( “ ” ) আবার কখনো Single ( `ʼ ) দেখা যায়। Oxford Dictionary তে উল্লেখিত বর্ননা অনুযায়ী দুইয়ের মধ্যে কোন পার্থক্য নেই। তবে British English এ Single Inverted Comma আর American English এ Double Inverted Comma কে গুরুত্ব দেওয়া হয়। 


R1

Reported Speech এর শুরুতে এবং শেষে Inverted Comma ব্যবহৃত হয়। যেমন :

  1. Humayra said to me, “How is it?” 

  2. “This is my book.” said Sadaf. 




R2

Sentence এর মধ্যে কোনো ব্যাক্তি বা কোনো বইয়ের উদ্ধৃতি হুবহু প্রকাশে Inverted Comma ব্যবহৃত হয়। যেমন :

  1. The Imam said, “Islam is the religion of peace.” 

  2. Any Rand said, “Words are a lens to focus one's mind.” 

  3. Emily Dickinson said, “A wounded deer leaps the highest.” 



R3

কোনো সাহিত্যকর্মে ব্যবহৃত বিখ্যাত নাম ব্যবহার করতে হলে সেই নামটি Inverted Comma-র মধ্যে লিখতে হবে। যেমন :

  1. “Hamlet” killed his own uncle. 

  2. “Himu” is a famous character of Humayan Ahmed. 




Use of Apostrophe [ ʼ ]

 Apostrophe এর ব্যবহার


R1

কোনো Word এর শেষে যদি s থাকে এবং সেখানে Apostrophe - s এর প্রয়োজন হয়, তবে সেখানে s না diye শুধু Apostrophe ব্যবহার করতে হবে। যেমন :

  1. She reads in a girlsʼ high school. 

  2. You need your parentsʼ permission. 



R2

তবে কোনো ব্যাক্তির নামের শেষে যদি s থাকে তবে সেখানে Apostrophe সহ s যোগ করা হয়। যেমন :

  1. Samsʼs house is fully decorated. 

  2. Dickensʼs novels are praiseworthy. 



R3

Possessive case এর ক্ষেত্রে Apostrophe ব্যবহৃত হয়। যেমন :

  1. This is Rahimʼs book. 

  2. I have been waiting for Aleefʼs cousin. 





Popular posts from this blog

Suffix - Prefix এর Rules & Shortcut বাংলায়

Sentence Connector Rules for SSC & HSC

Sentence Narration এবং Passage Narration এর Rules বাংলায়