Tag Question এর বাংলা শর্টকাট টিপস এন্ড ট্রিকস


Tag শব্দের আভিধানিক অর্থ হল জুড়ে দেয়া, অর্থাৎ কথাবার্তা বলার সময় আমরা কথার সঠিকতা যাচাইয়ের জন্য শ্রতার সমর্থন চেয়ে বাক্যে যে প্রশ্ন জুড়ে দেয়া হয় তাই Tag question.


Tag Question মূলত দুই প্রকার :

1. Negative Type:
Statement Positive = Tag Negative
Ex. You are intelligent, aren't you?

2. Positive Type:
Statement Negative = Tag Positive
Ex. You are not intelligent, are you?


Tag Question ভালোভাবে বুঝতে হলে Tense এর সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ Helping Verb গুলো আয়ত্তে থাকতে হবে। 

Av Mv Tag
   


Chart Picture  (Tense & Auxiliary Verb)

# Note:
1. Tag এর Negative form সর্বদা সংক্ষিপ্ত রূপে ব্যবহার করতে হবে। যেমন : Do এর Negative form Don't, একে Do Not লেখা যাবে না।
2. Tag এর Subject সর্বদা Pronoun হবে।
3. শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে।
4. ছোট হাতের অক্ষরে শুরু  করতে হবে।

****Picture of Statement (বিবৃতি বা বর্ননা) Subject.

Note : Statement এ যদি Helping Verb না থাকে, তখন :
V-1 থাকলে ব্যবহার করবো Do
V-2 থাকলে ব্যবহার করবো Did
V-(s/es) থাকলে ব্যবহার করবো Does

***General Rules :
1. আমরা যখন Positive Statement এর Tag করবো, তখন Tag এ Helping Verb এর Negative Form এবং Noun এর Pronoun Form ব্যবহৃত হবে।
যেমন :
A. Zara will read a book, won't she?
B. I am a student, Ain't I?
C. You are a Stranger, aren't you?

2. কোনো বাক্য One দ্বারা শুরু হলে Helping Verb এর Negative form এর পর Tag এর সাবজেক্ট One ই বসবে।

যেমন : One has done it, hasn't one?

3. Complex Sentence এর Tag সবসময় Principle Clause এর সাবজেক্ট অনুযায়ী বসবে।
যেমন :
As you say, you can Change it, can't you?

Note: Clause মানে হচ্ছে কয়েকটি পরষ্পর সম্পর্কযুক্ত word যা একটি parts of speech এর মত কাজ করে।

◾Sub-Ordinate Clause: WH questions, that, in order that, if, as, since, though, although প্রভৃতি শব্দগুলো দিয়ে যে Sentence থাকবে সেটা Sub-Ordinate Clause এবং

◾Principle Clause : উপরোক্ত শব্দগুলো ব্যতীত যে Sentence টি থাকবে সেটা Principle Clause.

4. যে কোনো প্রকার Wish করা হলে Tag Question হবে = don't i?

যেমন : Happy Birthday, don't i?
Goodbye, don't i?

5. Subject ও Verb বিহীন শব্দের সাথে Exclamation Mark (!) থাকলে Tag হবে = isn't it?
যেমন : Wow!, isn't it?
Amazing!, isn't it?

6. Long Live এর পরে সাবজেক্ট থাকলে Tag Question হবে = mayn't+sub
যেমন :
A. Long live your dad, mayn' t he?
B. Long live Bangladesh, mayn't she?

7. প্রবাদ বাক্য হলে Tag Question হবে = isn't it?
যেমন :
A. An empty vessel sounds much, isn't it?
B. A friend in need is a friend indeed, isn't it?

***Imperative Sentence এর Tag Question :

◾চেনার উপায় :
1. Subject থাকে না।
2. Let / Don't / Be /V1 / Never / Always / Kindly / Please ইত্যাদি দ্বারা শুরু হয়।

◾নিয়ম :
1. Let's বা Let us থাকলে Tag Question হবে = shall we?

2. অন্যান্য সকল ক্ষেত্রে Tag Question = will you/won't you?

যেমন :
1. Be Polite, won't you?
2. Please, help me, will you/won't you?
3. Let me do this, will you?
4. Let us go there, shall we?
5. Have your meal, will you?
6. Wash your hand, will you/won't you?

◼ Confusing Arena :

1. কোনো Statement এ Hardly, rarely, scarcely, seldom, few, little, never, nobody, no one, nothing, none ইত্যাদি থাকলে উক্ত Statement টি Negative হবে। এক্ষেত্রে Tag টি Positive হবে।
যেমন :
A. Jamy hardly phones me, does he?
B. I have few friends, have i?
C. Nobody is here, are they?

### Note: Few এবং Little এর আগে যদি A/The থাকে তবে কিন্তু সেটা Negative থাকবে না, Positive হয়ে যাবে।
যেমন : I have a few friends, haven't i?

2. Statement এ যদি as well as, with, together with, along with, accompanied by, and not ইত্যাদি দ্বারা দুটি Subject যুক্ত থাকে, তাহলে ১ম সাবজেক্ট অনুযায়ী Verb বসিয়ে Tag Question করতে হবে।
যেমন :
A. Fardin as well as i is here, isn't he?
B. The man with his friends attacked me, didn't he?
C. I and not you am responsible for this, ain't i?

3. Statement এ যদি :
Negative = Not only - but also, Neither  - nor
Positive = Either - or, Whether - or
ইত্যাদি দ্বারা দুটি Subject যুক্ত থাকে, তাহলে ১ম সাবজেক্ট অনুযায়ী Verb বসিয়ে Tag Question করতে হবে।

যেমন :
A. Not only Tamim but also i am here, Am i?
B. Either she or her brothers will come, won't they?
C. Neither i nor you are responsible, are you?

Popular posts from this blog

Suffix - Prefix এর Rules & Shortcut বাংলায়

Sentence Connector Rules for SSC & HSC

Sentence Narration এবং Passage Narration এর Rules বাংলায়